ঘোষণা ক’দিন আগেই এসেছে, নতুন সিনেমা নির্মাণ করছেন সোহেল আরমান। নাম ‘সংবাদ’। এ–ও জানানো হয়েছে, ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মণ্ডল। এবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মহরতের মাধ্যমে। গত শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে ছবিটির মহরত। যেখানে অংশ নেন নির্মাতা ও শিল্পী–কুশলীরা। নির্মাতা সোহেল আরমান জানান, আগামী ১ জুন থেকেই তারা শুটিংয়ে নামছেন। প্রায় তিন দশকের নির্মাণ ক্যারিয়ারে মাত্র দুটি সিনেমা বানিয়েছেন সোহেল আরমান। তবে টিভি পর্দায় তার পাঁচ শতাধিক নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিও বানানোর সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। নতুন ছবি নিয়ে তার ভাষ্য, দুঃখ–আনন্দ নিয়ে আজকের সোহেল আরমানের পথচলা। খোকনের (প্রযোজক) অনেক নাটকে অভিনয় করেছি। হুট করে চার বছর আগে সিনেমা প্রযোজনার কথা জানান। চার বছর পর শুরু। সবাই দোয়া করবেন। আশা করছি, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছেন। ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, বছরটি আমার জন্য লাকি। এখন সিনেমার ভালো সময় যাচ্ছে। সিনেমা বড় মাধ্যম। মানুষ আমাকে সিনেমার মাধ্যমে চিনুক, সবসময় সেটাই চেয়েছি।
‘সংবাদ’র গল্পটা দুর্দান্ত। চরিত্র শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কাজটি করতেই হবে। অভিনেত্রী আইশা খান জানালেন, তিনি ছবির গল্প শুনেই কেঁদে ফেলেছিলেন। তার ভাষ্য, আমি সবসময় ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে চাই। তার মধ্যে সোহেল ভাই একজন।