জুনিয়র চেম্বার চট্টগ্রামের তৃতীয় সাধারণ সভা

| সোমবার , ১ আগস্ট, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) আঞ্চলিক অধ্যায় জেসিআই চট্টগ্রামের তৃতীয় সাধারণ সভা গত শনিবার সম্পন্ন হেেছ। জেসিআই চট্টগ্রামের প্রাক্তন ও বর্তমান প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ মেম্বার এবং জেনারেল মেম্বারদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন র‌্যাংকস এফসি প্রপার্টিস লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন। তিনি মানসিকতা এবং নেতৃত্বের বিকাশের জন্য চাপ কমানো এবং স্থিতিস্থাপকতা তৈরি করা বিষয় নিয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণ এবং আলোচনা করেন। এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জেসিআই চট্টগ্রামের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়- প্রতি বছরের মতো এবারও তারা সফলভাবে সদস্যদের নিয়ে তৃতীয় সাধারণ সভা সম্পন্ন করেছে।

এই আয়োজনের মাধ্যমে মূলত চলতি বছরের নানা কর্মকাণ্ড ও বছরের শেষ দিকের বাণিজ্যিক অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। জেসিআই চট্টগ্রামের এক্সিকিউটিভ কমিটি তাদের সামনের দিনগুলোর কর্ম পরিকল্পনা পরিবেশন করে। জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক উন্নয়নের লক্ষ্যে এবং ভবিষ্যত সমৃদ্ধ চট্টগ্রাম বাস্তবায়নে তিনি ও জেসিআই চট্টগ্রাম যে কোন পরিস্থিতিতে সবসময় পাশে থাকবে। জেসিআই চট্টগ্রামের প্রতি আন্তরিক সংযুক্ততা ও অবদানের জন্য যোগ্য সদস্যদের ক্রেস্টের মাধ্যমে স্বীকৃতি জানান। তারা হলেন- বেস্ট মেম্বার অফ সেকেন্ড কোয়ার্টার অভি, সিলভা, ফারিয়া ও রাহী।

জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রামের প্রাক্তন প্রেসিডেন্ট অসীম কুমার দাশ ও টিপু সুলতান সিকদার। উপস্থিত ছিলেন বর্তমান কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জালাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আশরাফ বান্টি ও আয়াজ ইসলাম, সেক্রেটারি জেনারেল মো. ইসমাইল মুন্না, ট্রেজারার জুনায়েদ রাহাত, ডিরেক্টের নাহিদ মঈন, আবু সায়হান, ইমন বড়ুয়া, আবু মোহাম্মদ পারভেজ ও বোর্ড মেম্বারসহ ৮০ জনেরও বেশি সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে এক ব্যক্তির ৩টি গরু চুরি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৫ শিক্ষার্থী ও নয় গবেষককে সংবর্ধনা