জুডো ক্লাসে ২৭ বার আছাড় তাইওয়ানে বালকের মৃত্যু

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

তাইওয়ানে জুডো প্রশিক্ষণ চলাকালে সাত বছর বয়সী যে বালককে মেঝেতে ২৭ বার আছাড় মারা হয়েছিল তার মৃত্যু হয়েছে। এপ্রিলে জুডো ক্লাসে ছুড়ে ফেলার প্রশিক্ষণে তাকে ব্যবহার করে তার শিক্ষক ও সহপ্রশিক্ষণার্থীরা, পরে সে মাথায় মারাত্মক রক্তক্ষরণের শিকার হয়। অবস্থার অবনতি হয়ে বালকটি কোমায় চলে যাওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। খবর বিডিনিউজের।
টানা ৭০ দিন এ অবস্থায় থাকার পর তার বাবা-মা সন্তানের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় এক ঘোষণায় ফাংগুইয়েন হাসপাতাল জানায়, বালকটির রক্তচাপ ও হৃদস্পন্দন হ্রাস পাচ্ছে। হাসপাতালটির চিকিৎসকরা তার পরিবারের সঙ্গে কথা বলার পর তারা লাইফ সাপোর্ট খুলে নেওয়ার বিষয়ে সম্মতি দেয়। সাত বছর বয়সী এই ছেলেটি ২১ এপ্রিল তার চাচার সঙ্গে জুডো ক্লাসে গিয়েছিল। জুডো তার জন্য উপযুক্ত না, ছেলেটির মাকে এমনটি দেখাতে ক্লাসের ভিডিও নিতে চাচা তার সঙ্গে গিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমহামারী মোকাবেলায় ব্যর্থতা, দলের নেতাদের তিরস্কার কিমের
পরবর্তী নিবন্ধকৃষ্ণসাগরে নেটো-ইউক্রেন সামরিক মহড়া