ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা রাজ রিপা। চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে কাজ করছেন বিজ্ঞাপন চিত্রেও। সেই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন এই নায়িকা। সমপ্রতি নরসিংদীতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন নির্মাতা বাপি সাহা। বিজ্ঞাপন চিত্রটিতে রাজ রিপা জুটি বেধেছেন নায়ক জয় চৌধুরী। খবর বাংলানিউজের।
নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে রাজ রিপা বলেন, বাপিদা খুবই কুশলী একজন নির্মাতা। প্রথমবার তার নির্দেশনায় দারুণ একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। অনেক ভালো লেগেছে দাদার সঙ্গে কাজ করে। নির্মাতা বাপি সাহা বলেন, ড্রামা ঘরণার দারুণ বিজ্ঞাপনচিত্র হয়েছে। সব মডেলই খুবই ভালো পারফর্ম করেছেন এতে। আসন্ন কোরবানি ঈদের আগেই সবগুলো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি প্রচার হবে। বিজ্ঞাপনটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ, নজরুল ও ম ফারুক, সোনিয়া রিফাত।