জুটি বাঁধলেন নিরব ও পূজা

| মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নতুন সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা পূজা চেরি। গত রোববার ‘ক্যাশ’ নামের সিনেমাটিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিরব। নিরব বলেন, ‘ক্যাসিনো’র পর সৈকত নাসির ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় প্রজেক্ট হতে যাচ্ছে। তার সঙ্গে প্রথম কাজেই আমি দারুণ মুগ্ধ। আবারও তার সঙ্গে কাজ করতে পারছি বলে আনন্দিত। এছাড়া পূজাও প্রথমবার আমার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। আশা করছি সব মিলিয়ে ‘ক্যাশ’ সিনেমাটি দারুণ একটি প্রজেক্ট হতে যাচ্ছে। নিরব ও পূজার সঙ্গে এই সিনেমায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নিয়ে সমালোচিত হওয়া জান্নাতুল নাঈম এভ্রিলও অভিনয় করবেন বলে জানা যায়। এছাড়া আরও অভিনয় করবেন সাঞ্জু জন, ফারহান খান রিও, সীমান্ত প্রমুখ। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ক্যাশ’ সিনেমার কাহিনী ও সংলাপ লিখছেন আসাদ জামান। নতুন বছরের ৩ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৯৯ টাকায় দেখা যাবে সিনেমা!
পরবর্তী নিবন্ধদুস্থদের পাশে হাকিম দম্পতি