জীবাশ্ম জ্বালানি বন্ধে সাইদুরের সাইকেল ভ্রমণ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র সাইদুর রহমান শাকিব দ্বিতীয় বারের মতো ৬৪ জেলায় সাইকেল ভ্রমণ শুরু করেছেন। ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ হোক, সুরক্ষিত থাকুক ধরণির লোক’এ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো ৬৪ জেলায় সাইকেল ভ্রমণ শুরু করেছেন চট্টগ্রামের শিক্ষার্থী সাইদুর রহমান শাকিব।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্ট শাপলা চত্বর থেকে এ যাত্রা শুরু করেন তিনি। প্রথম দিন টেকনাফ জিরো পয়েন্ট থেকে শুরু করে উখিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত ৮১ কিলোমিটার পথ পাড়ি দেবেন সাইদুর। দ্বিতীয় দিন কক্সবাজার, রামু, আলীকদম হয়ে ১১৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বান্দরবান পৌঁছানোর কথা রয়েছে তার। তৃতীয় দিন বান্দরবান থেকে সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। এখন থেকে দৈনিক ১২০১৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

সাইদুর চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র। তিনি গত বছর ১৬ জানুয়ারি টেকনাফ থেকে শুরু করে ৩৯ দিনে প্রথমবারের মতো সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ শেষে ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান।

সাইদুর রহমান বলেন, এবারের যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে, জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে সবাইকে সচেতন করা। তিনি বলেন, এর আগে চট্টগ্রাম থেকে কক্সবাজার, কাপ্তাই, রাঙামাটি একাধিকবার সাইকেলে যাত্রা করেছি। এবারের সাইকেল যাত্রাটি ৬৪ জেলা ঘুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে এসে ৪৫ দিনের দিন শেষ করার ইচ্ছা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে বিএসআরএম-এর এমডি