জীবনের সর্বক্ষেত্রে রাসূল (সা.) কে আদর্শ হিসাবে মেনে চলতে হবে

পাঠানটুলীতে সীরাতুন্নবী (সা.) মাহফিলে শাহজাহান চৌধুরী

| বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূল (সা.) কে অনুসরণ করতে হবে। কেবল মসজিদ মাদ্রাসা হজ ওমরায় রাসূলকে মানলেন কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতিতে মানলেন না তবে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলেন না। পতিত স্বৈরাচার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং ব্যাংক শেয়ারবাজারসহ সকল সেক্টর শেষ করে দিয়েছে। দীর্ঘ দুঃশাসনে বাংলার ১৮ কোটি মানুষকে পতিত স্বৈরাচার অতীষ্ট করে তুলেছিলো। ছাত্র জনতার তীব্র আন্দোলনে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের জমিন থেকে আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেল।

গতকাল বুধবার জামায়াতে ইসলামী সদরঘাট থানার ২৮ নম্বর পাঠানটুলীতে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় সীরাতুন্নবী (সা.) মাহফিলে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আলমগীর বাশার। ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড আমীর কবির আহমেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন, . মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মোহছেন আল হোসাইনী, বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াত আমীর মুহাম্মদ ফারুক আজম, সদরঘাট থানার ভারপ্রাপ্ত আমীর ডা. আবদুল মতিন তালুকদার, মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মধু কবির দু শো বছর’ আগামীকাল
পরবর্তী নিবন্ধকোরআন না বুঝলে জ্ঞানার্জন পরিপূর্ণ হবে না