সমাবর্তনের দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত বলে অনুভূতি প্রকাশ করেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ সেশনের সাবেক শিক্ষার্থী লাভিবা আক্তার অরণী। তিনি বলেন, চার বছরের কঠোর পরিশ্রমের ফল হাতে পেয়ে মনে হচ্ছিল কষ্ট সার্থক হয়েছে। গাউন আর টুপি পরে মঞ্চে হাঁটার সময় বুকটা গর্বে ভরে উঠেছিল। তবে এই আনন্দের মাঝেও একটা কষ্ট লুকানো ছিল– চিরচেনা ক্যাম্পাস, বন্ধুদের আড্ডা, ক্লাসের ব্যস্ততা– সব কিছুই যেন পিছনে ফেলে এলাম। নতুন জীবনের শুরু হলেও চবির স্মৃতি সারাজীবন বয়ে বেড়াবো। তিনি বলেন, এখন গন্তব্যের দিকে আমাদের পথচলা শুরু হবে। সেই নিজেকে ছাড়িয়ে যোগ্যতার স্বাক্ষর রাখার প্রতিযোগিতায় মেতে উঠবে সবাই।