জীবনের প্রথম ভোট দিলেন নারী দলের অধিনায়ক জ্যোতি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ১০:০৬ পূর্বাহ্ণ

গতকাল অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোট শেষ হয় বিকেল চারটায়। এবারের নির্বাচনে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও অংশ নিয়েছেন নড়াইল২ আসনে। তিনি দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন মাশরাফি। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেরপুরের বাসিন্দা তিনি। আর সেখানেই জীবনের প্রথম ভোট দিলেন নিগার। ব্যালট বাঙে নিজের ব্যালট ঢোকানোর ছবি পোস্ট করে তারকা এই ক্রিকেটার লিখেছেন ‘জীবনের প্রথম ভোট’ সঙ্গে একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধউসমান খাজার আপিল প্রত্যাখ্যান করল আইসিসি
পরবর্তী নিবন্ধবেসরকারি ফলাফলে নির্বাচিত সাকিব, মাশরাফি ও পাপন