বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আমরা আজকে এমন একজন নেত্রীর জন্য দোয়া করতে এসেছি তিনি শুধু কোন দলের নেত্রী নয়, সারা দেশের নেত্রী, জনগণের নেত্রী। জীবনের দীর্ঘ সময় তিনি মানুষের অধিকার আদায়ে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করেছেন। বিগত ১৭ বছর আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এরশাদ সরকারের বিরুদ্ধে নয় বছর আন্দোলন করেছেন। আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, জেলে গিয়েছেন কিন্তু কোনদিন আপস করেননি। গতকাল বাদে আসর বন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম–১১ আসনের নেতাকর্মীদের অংশগ্রহণে ইসরাফিল খসরুর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ইসরাফিল খসরু উপরোক্ত বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, শফিকুর রহমান স্বপন, মঞ্জুর আলম চৌধুরী, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, আবুল হাসেম, মশিউল আলম স্বপন, শ্রমিকদল নেতা শেখ নুরুল্লাহ বাহার, মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, মহানগর জিপি অ্যাডভোকেট মোঃ কাশেম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দর, ডাক্তার নুরুল আফসার, মোঃ শাহাবুদ্দিন, হাসান মুরাদ, রোকনউদ্দিন মাহমুদ, মইনুদ্দিন মাইনু, বন্দর শ্রমিকদল নেতা হুমায়ুন কবির, মহানগর স্পেশাল পিপি অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট নেজামুদ্দিন, এইচ এম রাশেদ খান, মোহাম্মদ আলমগীর, সাইফুল আলম, তরিকুল ইসলাম তানভীরসহ ওয়ার্ড আহ্বায়ক, সদস্য সচিব ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীন আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












