আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, বর্তমানে যুবকরা পরিশ্রম করতে পারে না। সফল হতে হলে পরিশ্রমী হতে হবে।
আইআইইউসির উদ্যোগে গত ১৪–১৬ মার্চ ৩ দিন ব্যাপী ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রফেসর আবু রেজা নদভী এই কথাগুলো বলেন। কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে উক্ত ৩ দিন ব্যাপী এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, প্রো–ভিসি প্রফেসর ড. মছরুরুল মাওলা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবীর, ফিমেল অ্যাকাডেমিক জোনের চেয়ারম্যান ও বিওটি সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। ৩ দিন ব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামে আলোচনা ছাড়াও ওয়ার্কশপ, নাশিদ পরিবেশন, মেধা কুইজ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দর্শনীয় স্থান পরিদর্শনসহ বিভিন্ন আয়োজন ছিল। সমাপনী অধিবেশনে প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।