জীবনানন্দের সৃষ্টির অনুপ্রেণায় শহরতলীর ‘অপ্রলাপ’

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:৩৩ অপরাহ্ণ

ব্যান্ড শহরতলী প্রকাশ করতে যাচ্ছে তাদের তৃতীয় অ্যালবামের নতুন গান ‘অপ্রলাপ’। ২০২১ সালে পথ চলার ২০ বছর পূর্তি উপলক্ষে দলটি ‘এখন, এখানে’ নামের তৃতীয় অ্যালবাম প্রকাশের যে ঘোষণা দিয়েছিল, এই গানটি সেই অ্যালবামের শেষ গান। খবর বিডিনিউজের।

শহরতলীর পারফর্মিং ভোকালিস্ট জিল্লুর রহমান সোহাগ গ্লিটজকে বলেন, সোমবার ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই এবং অন্যান্য মাধ্যমে প্রকাশ পাবে গানটি।

অপ্রলাপ’ গানের কথা লিখেছেন জিল্লুর রহমান সোহাগ, সুর করেছেন মিশু খান। জীবনের টানাপোড়েন, আশাবাদনিরাশার দোলাচল এবং মানুষের ভিতরের দ্বন্দ্ব এই বিষয়গুলোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে গানটি। সোহাগ বলেন, জীবনের নানাবিধ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ মূলত পেন্ডুলামের মত দুলতে থাকে আশাবাদ ও নিরাশাবাদের মধ্যবর্তী এক অমীমাংসিত দ্বন্দ্বে। সেই টানাপোড়নের গল্পই উঠে এসেছে ‘অপ্রলাপ’ গানে।

গানের আবহ নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘আট বছর আগে একদিন’ থেকে অনুপ্রাণিত হয়ে। গানটি প্রকাশের পর শিগগিরই ‘এখন, এখানে’ অ্যালবামটিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন গায়ক।

পূর্ববর্তী নিবন্ধ‘আলী’ এবার যাচ্ছে স্পেনের উৎসবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সিএসইতে লেনদেন ১২.৫৪ কোটি টাকা