জীবনানন্দের কবিতায় কণ্ঠ দিলেন শুভমিতা

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

জীবনানন্দ দাশের ‘তোমরা যেখানে সাধ’ কবিতাটি গানের সুরে কণ্ঠে তুলেছেন ভারতের সুকণ্ঠী শুভমিতা। কবিতাটিতে সুর দিয়ে গানে রূপান্তর ঘটিয়েছেন শাহীন সরদার। গত ১০ নভেম্বর কলকাতার ‘গানবাজনা মিউজিক গ্যারেজ’ স্টুডিওতে কবিতাগানটি রেকর্ড করা হয়। এর সংগীতায়োজন করেছেন পার্থ পাল। গানটি প্রসঙ্গে শুভমিতা বলেন, এই প্রথম কবিতার গানে কণ্ঠ দিলাম। বিখ্যাত কবি জীবনানন্দ দাশের কবিতা বলেই নিঃসন্দেহে একেবারে ভিন্ন এক অনুভূতি।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবীর শ্রেষ্ঠতম শব্দ ‘মা’ : আমার চেতনায়, আমার অস্তিত্বে
পরবর্তী নিবন্ধআজ ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা