জীবনমান উন্নয়নে রোটারী সদস্যরা কাজ করে যাচ্ছে

রোটাবর্ষ শুরু উপলক্ষে সংবাদ সম্মেলনে গভর্নর আবু ফয়েজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

‘সার্ভ টু চেইঞ্জ লাইভ’ জীবন মান উন্নয়নে রোটারী সেবা এই শ্লোগানে এবং মানবসেবায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ থেকে শুরু হচ্ছে রোটাবর্ষ ২০২১-২০২২। ১১৭ তম রোটারিবর্ষের সূচনালগ্নে রোটারির বছরব্যাপি কর্মসূচি পালন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী তার দায়িত্বভার গ্রহণ করে বছরব্যাপী নানা কর্মসূচির কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জীবন মান উন্নয়নে রোটারী সেবা এই মতবাদ রোটারি পরিবারের সদস্যরা শুধু বিশ্বাসই করেনা সেই অনুসারে কাজও করে। আর তাই রোটারী বিশ্বকে পোলিও মুক্ত করেছে এবং প্রথম বারের মত জেলা ৩২৮২-এ ‘রোটারি ওয়েলফেয়ার ফান্ড’ নামে রোটারীয়ানদের কল্যাণে কল্যাণ তহবিলের জন্য একটি ব্যাংক হিসাব খোলা হবে।
সংবাদ সম্মেলন কমিটির চেয়ারম্যান পি পি আজিজুল বারী চৌধুরী জিন্নাহর সঞ্চালনায় বক্তব্য দেন, রোটারিয়ান প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, জেলা সেক্রেটারি জালাল উদ্দিন বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন পিপি মাহফুজুল হক, সানিউল ইসলাম, আবুল হাসনাত, বোরহান, পিপি মো. আকবর হোসেন, পিপি সাজ্জাদ, আসরার, মঈন, শাহীন, কফিল উদ্দিন মাহমুদ রিপন, সুদিপ্ত, নজরুল ইসলাম, নান্টু, দেবদুলাল ভৌমিক প্রমুখ।
সংবাদ সম্মেলনে গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেন, আজ থেকে রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ জেলা গভর্নর হিসেবে আমার পথচলা শুরু হবে। প্রতি বছরেই রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের নির্দেশμমে জেলা গভর্নর রোটারিয়ানদের জন্য কিছু সুনির্দিষ্ট সামাজিক কার্যμম পুরো বছরের জন্য করণীয় নির্ধারণ করে দেন। আমিও তাই আমার বছরের বার্ষিক পরিকল্পনা হিসেবে সবচেয়ে বেশি যে বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করেছি তাহলো- স্ব-কর্ম সংস’ান প্রকল্পের ব্যবসার উপকরণ ও তহবিল প্রদান কর্মসূচি, রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ, কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা প্রদান, সেনিটারী লেট্রিন ও সুপেয় পানির ব্যবস্থা করা। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান। ‘স্ব্ব-কর্মসংস’ান’ প্রকল্পে জেলায় স্বল্প শিক্ষিত লোকজনকে রোটাবর্ষের শুরুর দিন অর্থাৎ আগামীকাল (আজ) ১০০ জনকে স্ব্বল্প পুঁজিতে ব্যবসা করার জন্য একটা করে রিকশা ভ্যান এবং ব্যবসা করার জন্য প্রয়োজনীয় প্রাথমিক পুঁজি প্রদান করা হবে। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধাচার পুরস্কার পেলেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে তিন ভাই আহত