মনে হয়, কোনো এক বদ্ধতায় ডুবে আছি। কী সেই বদ্ধতা, কোথায় কী বন্ধ, কেন আবদ্ধ জীবন, কোথায় আটকে আছি, খুঁজে পাচ্ছি না। শুধু কেবল এক সার্কেলেই ঘুরছি। পথ খুঁজে পাচ্ছি না, নাকি পথ পেয়েও বোকার মত পথ পেরোতে পারছি না বুঝতে পারছি না। আচ্ছা, জীবনটা কি এক গোলক–ধাঁধা! আমার মাঝেমধ্যে সেরকটাই মনে হয়। এই গোলক–ধাঁধা, স্যাঁতসেঁতে জীবন টেনে নিয়ে চলা, কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত তাও মাথায় আসে না। শুধু ছুটছি আর ছুটছি। নাকি জীবনটা এক দুরন্ত ঘূর্ণি! এ মাথা থেকে ও মাথা, প্রতিদিন নিয়ম করে ঘুরছি শুধু।