জীবন হোক সজ্জিত ফুলের মতো

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

প্রেম নিবেদনের অন্যতম একটি মাধ্যম হলো ফুল। যার পবিত্রতা সবাই স্বীকার করে। ফুলের সৌন্দর্য, ঘ্রাণ প্রেমের মাধুর্য বাড়িয়ে দেয়। ফুলের মধ্যে প্রেমিকরা বেছে নেয় গোলাপ ফুলকে। গোলাপের পাপড়ি, রঙ, ঘ্রাণ প্রেমিকের মনকে আরো উৎফুল্ল করে তোলে। কিন্তু লক্ষণীয় প্রেমের আদান প্রদানে যে গোলাপের ব্যবহার, তাকে অনেক সুন্দর করে গুচ্ছ আকারে নিবেদন করা হয়।

কিন্তু গোলাপ ফুলগুলো গাছে থাকতে কাটা যুক্ত ছিলো, সাথে অপরিপক্ব কিছু পাতা তার সাথে লেগে ছিলো। এই অবস্থায় কাউকে দিলে সে এই সুন্দর ফুলটাকে নিতে কিছুটা দ্বিধাবোধ করবে। তাই ফুল সংগ্রহের পর কাঁটা, সৌন্দর্য নষ্ট করে এমন পাতা ছেটে নিয়ে, সুন্দর মোড়কীকরণ করে তবেই অন্যকে নিবেদন করা হয়।

এই সৌন্দর্য বর্ধনের কাজ যদি নিজের ব্যক্তিজীবনে ধারণ করা না হয় তাহলে অন্য কেউ আপনাকে গ্রহণ করবে না। মানুষের মনে যত হিংসা, অহংকার, যত নেতিবাচক গুণ আছে সবটা ঐ গোলাপের কাঁটার মতো। যার কারণে কেউ সামনে থেকে মেনে নিলেও মনে খটকা রেখেই গ্রহণ করবে।

কেউ মন থেকে গ্রহণ করবে না তাকে। তাই নিজেকে পরিপূর্ণ করে উপস্থাপনের জন্য গোলাপের কাঁটার মতো মন থেকে হিংসা, অহংকার ও নেতিবাচক সব গুণ দূর করে দিতে হবে। তখনই প্রেমের মতো নিজেকে অন্যের কাছে নিবেদন করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে হস্তলিখিত চিঠিপত্র
পরবর্তী নিবন্ধঅযোগ্যদের সঙ্গ ত্যাগ করতে হবে