বাংলাদেশ কনজুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) প্রতিবেদনে বলা হয়েছে, মাথাপিছু আয় বাড়লেও তার সুফল পাচ্ছে না নিম্ন ও মধ্য আয়ের ১২ কোটি মানুষ। যার অর্থ দাঁড়ায়। দেশের ৭৫ ভাগ মানুষ জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির নির্মম শিকারে পরিণত হচ্ছে। কিন্তু আয়ের তুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধির হার বেশি হওয়ায় সাধারণ মানুষের ব্যক্তি ও পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সমাজের এক ক্ষুদ্র অংশের সম্পদ ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও অন্যদের প্রতিকূল অবস্থায় পড়তে হচ্ছে। এ অবস্থায় জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণ রাখার উদ্যোগ নিতে হবে।
নজরুল ইসলাম অপু
বহদ্দার বাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম