চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ সোহেল হোসেন গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন–মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টের ভাল্বে মারাত্মক সংকোচন (স্টেনোসিস) ধরা পড়েছে। দ্রুত অস্ত্রোপচার ছাড়া তার জীবন ঝুঁকির মুখে পড়বে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ, রক্তনালী ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সার্জন এবং সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ফজলে মারূফের অধীনে চিকিৎসাধীন রয়েছেন সোহেল। কিন্তু আর্থিক অক্ষমতার কারণে অস্ত্রোপচার করাতে পারছেন না তিনি। সরকারি হাসপাতালে অপারেশনের আনুমানিক খরচ প্রায় আড়াই লাখ টাকা হলেও দীর্ঘ লাইনে অপেক্ষা করায় জরুরি চিকিৎসা পাওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, বেসরকারি হাসপাতালে এ খরচ দাঁড়াবে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা, যা তার অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।
অসহায় এই অবস্থায় তিনি সমাজের মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। তিনি বলেন, আমি চবি সমাজতত্ত্ব বিভাগের ৫৪ তম ব্যাচের অনার্স (২০১৮–২০১৯) ও মাস্টার্সের (২০২২–২০২৩) সেশনের একজন ছাত্র। আমি গুরুতর হৃদরোগে আক্রান্ত। হার্টের একটি ভাল্ব সংকোচন হয়ে গিয়েছে যা অপারেশনের মাধ্যমে নতুন আরেকটি ভাল্ব প্রতিস্থাপন করতে হবে যা খুবই ব্যয়বহুল এবং আমার পরিবার আর্থিকভাবে সচ্ছল নই। তাই আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সোহেলের মা জাহানারা বেগম সন্তানের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে বলেন, আমার সন্তান বর্তমানে গুরুতর হার্টের সমস্যায় ভুগছে। ডাক্তার বলেছেন অপারেশন করাতে হবে। অপারেশন করাতে অনেক টাকা লাগবে যে টাকা আমাদের মতো পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান শ্রেণী, সমাজসেবকদের কাছে আমার আকুল আবেদন আমাদেরকে সহায়তা করুন আমার সন্তানের জীবন বাঁচাতে এগিয়ে আসুন। যোগাযোগ ও সহায়তা পাঠানোর জন্য বিকাশ/নগদ/রকেট নম্বর ও ব্যাংক হিসাব দেওয়া হলো। মোবাইল: ০১৫৮০৪২৬০৭৬।