জীবন পরিক্রমায়

ঊর্মি বড়ুয়া | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

থমকে গিয়েছে আমার যে পথ

সম্মুখে কেবল ঝাপসা কাচের দেয়াল

সময় করে হয়নি দেখা

রয়েছে কত সত্যিমিথ্যের আড়াল।

আমার চলার পথের ধারে

হারিয়েছি কত প্রিয় চেনা মুখ।

ভালোমন্দের দ্বন্দ্বে নিত্য

জড়িয়েছে ছোটো কিংবা বড়ো দুখ।

মিথ্যার মোহে আবিষ্ট থেকে

সত্যরে করেছি কেবল দূরছাই অবহেলা

ঝলমলে রোদ সরে গিয়ে

দিনান্তের অবসানে সাঙ্গ হলো খেলা।

আবছা চোখে এখন গুনি

ভিন্ন আদলে একই পায়ের ছাপ

ভাববার ফুসরত পাইনি কখনো

জীবন পরিক্রমায় করেছি কতো পাপ।

পূর্ববর্তী নিবন্ধওয়ান টাইম প্লাস্টিকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হোক
পরবর্তী নিবন্ধমানুষ হইতে সাবধান!