জীবন আমিনা বেগম রেবা | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ ছোট ছোট কথার ব্যথায়, অনেকটা হয় কাঁদা, জীবন জুড়ে হাজার ব্যথার বাণী বীনায় সাধা। তারও পরে, ব্যথার স্তরে, কখন যেন হায়, একটু স্নেহের সুনীল পরশ, হাত বুলিয়ে যায়। তবুও বলি, জীবন তোমায়, বড্ড ভালোবাসি, তাইতো তোমায় জড়িয়ে ধরে, হাঁটছি পাশাপাশি।