জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ পরিচালনার আহ্বান

বাকলিয়ায় শাহাদাতের খাদ্যসামগ্রী বিতরণ

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পথচলা যখন বারংবার বাধাগ্রস্ত হচ্ছিল ঠিক তখন রাষ্ট্র ও জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা ও দূরদর্শিতার কারণে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির তকমা ফেলে স্বনির্ভর বাংলাদেশ হবার পথে অপ্রতিরোধ্যভাবে পথ চলতে শুরু করে। জিয়া আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষে বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ড শুরু করেন। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়াতে শিখেছে। বর্তমান বাংলাদেশের অস্থিতিশীলতা ও দুর্নীতি দূর করার একমাত্র পথ হচ্ছে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে দেশ পরিচালনা করা।
তিনি গতকাল শনিবার ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চাক্তাই নয়া মসজিদের সামনে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির ২য় দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
এর আগে নয়া মসজিদে বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আফতাবুর রহমান শাহীনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা ওবাইদুল হক। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু, ইছহাক চৌধুরী আলীম, এমআই চৌধুরী মামুন, নবাব খান, ইয়াকুব চৌধুরী নাজিম, এমরান উদ্দীন, মঞ্জুর কাদের, এমদাদুল হক বাদশা, এস এম সেলিম, মো. আলমগীর, মামুনুর রশীদ, ইয়াকুব খান বাবু, মো. ইউনুছ, আবু বক্কর সিদ্দিকী, জসিম উদ্দীন, আসাদুর রহমান টিপু, ইয়াকুব খান, এটিএম ফরিদ, মনজুর আলম, আবদুস সোবাহান, মো. সিরাজ, মো. বেলাল, মো. হানিফ, আনোয়ার হোসেন, ওমর ফারুক, মো. সফিক, মো. ইউনুছ, মো. আলমগীর, আইয়ুব খান, আবদুর রশিদ, মো. সাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে রিসার্চ গ্রান্টস অ্যাওয়ার্ড সিরেমনি
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ