আসন্ন মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) গাউসিয়া হক মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ফটিকছড়ির ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ)। এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী এবং সংগঠনটির নেতৃবৃন্দ, ফটিকছড়ি ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় হাইওয়ে পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য নাসির উদ্দিন। সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। এর আগে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ৩৭তম পবিত্র ওরস উপলক্ষে ৮দিন ব্যাপী কর্মসূচী পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। কর্মসুচীগুলো হলো, আগামী ৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের শাখা কমিটির ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকায় মসজিদে বাদ জুমা কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন। ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও ‘ভিউ উদয়ন’ ভবনে অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন ও হাদীসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। ৬ অক্টোবর ট্রাস্ট নিয়ন্ত্রাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র জীবনী নিয়ে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর বাদ এশা গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারী’র খলিফাগণের আওলাদদের সঙ্গে মতবিনিময় সভা। ৮ অক্টোবর শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে। ৯ অক্টোবর শিক্ষার্থীদের উদ্দেশে নৈতিকতা বিষয়ক আলোচনা। ১০ অক্টোবর ফটিকছড়ি উপজেলায় রেজিস্টার্ড এতিমখানায় এক বেলা খাবার সরবরাহ। ১১ অক্টোবর উপদেশমূলক প্রচার–প্রচারণা, বিশুদ্ধ পানি ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং ১২ অক্টোবর পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালন করা হবে। এছাড়া ওরস শরীফ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া কিছু সিদ্ধান্তের কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর মধ্যে যানবাহন পার্কিংয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকবে পুলিশ। এতে গাউসিয়া হক মনজিলের স্বেচ্ছাসেবকগণ, মুক্তিযোদ্ধা সেবক গোষ্ঠী, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে ১২ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর সকাল পর্যন্ত টহল পরিচালনার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করা হবে। সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ ফরিদ উদ্দীন, সদস্য শেখ মুজিবর রহমান বাবুল, মো. শাহেদ আলী চৌধুরী, মো. শামসুল আলম, লোকমান হোসেন ফকির, শেখ মোকসেদুর রহমান, কাজী মো. হারেছ, এস এম মোর্শেদুল আমীন, মো. শফিউল আলম, জসিম উদ্দিন জিকো, মনজুরুল ইসলাম, মাকসুদুল রহমান হাসানু, মোহাম্মদ মিয়া মেম্বার, মো. রেজোয়ান নূর সিদ্দিকী, জয়নাল আবেদীন জুলু, আমির খসরু চৌধুরী, কাজী নিজাম উদ্দিন, এস এম মহিবউল্লাহ, নুরুল ইসলাম, আজগর আলী, ইউছুপ আলী, আলী আবরাহা দুলাল, জাকের হোসেন মাস্টার, হুমায়ন কবীর, আশরাফ সিদ্দিকী, আশরাফুজ্জামান, দিদারুল আলম, মোঃ আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।