জিয়াউদ্দিন বীর উত্তমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম এর দাফন গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সম্পন্ন হয়েছে। এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এবং জামিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দুটি জানাজা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা স্কুলটির ছাত্রশিক্ষক, কর্মকর্তাকর্মচারী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। দুপুরে বাদে জোহর নগরীর জামিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মুহাম্মদ মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ড চট্টগ্রাম এর কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন। তৃতীয় নামাজে জানাজা শেষে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট কবরস্থানে তোপধ্বনির মাধ্যমে সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শোক : বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। অপরদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তাকর্মচারীদের পক্ষ থেকে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএড. মনিরুল আলম সভাপতি আলী রেজা সাধারণ সম্পাদক
পরবর্তী নিবন্ধলেঃ জেনারেল হারুন অর রশীদের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাদের শোক