জিয়া ভেটার্ন ফুটবলের সেমিফাইনালে এস কে স্পোর্টিং ও রেজা এফসি

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে এস কে স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ও রেজা ভেটার্ন এফসি। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩টি ম্যাচের মধ্যে ২টি ড্র ও ১টিতে ওয়াকওভার হয়। দিনের প্রথম খেলায় আরমান স্মৃতি সংসদ মাঠে উপস্থিত না থাকায় ওয়াকওভার লাভ করে আহমেদুর রহমান স্মৃতি সংসদ। দ্বিতীয় ম্যাচে ফতেয়াবাদ ৯৬ স্কুল ব্যাচের সাথে ০০ গোলে ড্র করে সেমিফাইনালে উঠে এস কে স্পোর্টিং ক্লাব, কুমিল্লা। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ফতেয়াবাদের ৯৬ স্কুল ব্যাচের মোহাম্মদ সেলিমের হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় ও কোচ মো. আলী ও সাবেক খেলোয়াড় আবুল হাসনাত আজাদ। দিনের শেষ ম্যাচে সাবেক জাতীয় তারকা খেলোয়াড়দের সমন্বয়ে গড়া রেজা ভেটার্ন এফসি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাথে ০০ গোলে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শহিদুল ইসলাম স্বপনের হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় এম এইচ হাসান ও কাজী মোজাম্মেল হক মানিক।

পূর্ববর্তী নিবন্ধসাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিম সাঙ্গু চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবিজয় কাপ হকি টুর্নামেন্টে পদাতিক ক্লাব চ্যাম্পিয়ন