জিয়া ফুটবল টুর্নামেন্ট আজ

খেলবেন সাবেক তারকা ফুটবলাররা

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্ট আজ। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপি এই ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশ গ্রহণ করবে। সকালে প্রথমে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে জয়ী দুই দল বিকাল তিনটায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন। জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বর্তমান তারকা ফুটবলারদের নিয়ে এসব দল গঠন করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধক থাকবেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সভাপতিত্ব করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আহ্বায়ক মো. শরীফুল আলম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারনুর রশীদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডের সাথে প্রথম প্রীতি ম্যাচ আজ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধকোনো ফরম্যাট থেকে অবসর নেননি সাকিব