সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ভোমাংহাট জিসি-দিয়াকুল-চিরিংঘাটা- ধোপাছড়ি-মংলারমুখ-রাঙ্গুনিয়া সড়কের জিরোবুক ছড়ায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক পিসি গার্ডার সেতু নির্মিত হওয়ায় ধোপাছড়িবাসী এখন আর সড়ক যোগাযোগে পিছিয়ে নেই।
তিনি গতকাল রোববার নবনির্মিত জিরোবুক সেতু ও ধোপাছড়ি-শিলঘাটা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
একইদিন তিনি দুই প্রকল্পে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ভোমাংহাট জিসি-দিয়াকুল-চিরিংঘাটা- ধোপাছড়ি-মংলারমুখ-রাঙ্গুনিয়া সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, প্রকৌশলী মুহাম্মাদ জুনাঈদ আবছার চৌধুরী, মো. তৌহিদুল আলম, নবাব আলী, এফ এম দিদারুল আলম, চেয়ারম্যান অ্যাড. খোরশেদ বিন ইসহাক, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আতাউল হক, আবু ইউসুফ চৌধুরী, প্রধান শিক্ষক মো. ইসাহাক, অশোক বড়ুয়া, আবদুল শুক্কুর, দুলাল কান্তি নাথ প্রমুখ।












