জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৫তম ওরশ শরিফ শুরু

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১১:০২ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.)-এর ৩৫তম ওরশ শরিফের আনুষ্ঠানিকতা গতকাল বুধবার মাইজভাণ্ডার শরিফ দরবারই গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্‌জিলে বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর পর মিলাদমুনাজাতের মাধ্যমে শুরু হয়েছে। রাত ১০টায় কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ মাহ্‌ফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রপ্রপৌত্র, গাউসিয়া হক মন্‌জিলের সাজ্জাদানশীন, হযরত শাহ্‌ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)। ওরশ শরিফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

ওরশে দেশবিদেশের আশেকভক্ত অনুরক্তের আগমনে গাউসিয়া হক মনজিলসহ মাইজভাণ্ডার শরিফ এলাকা আল্লাহু আল্লাহু যিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে।

ওরশের আগের রাতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর রওজার সম্মুখে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সাংস্কৃতিক সংগঠন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

ওরশ শরিফ উপলক্ষে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উপদেশমূলক দিকনির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ গেইট পর্যন্ত বিটিআরটিসির দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা রয়েছে। আশেকভক্তজায়েরীনের সরব উপস্থিতি শান্তিপূর্ণ করতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দল ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য যুব রেড ক্রিসেন্টের চিকিৎসাসেবা দল দায়িত্ব পালন করছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শানই আহমদিয়া গেইট পর্যন্ত পরিষ্কারপরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম সমাপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি
পরবর্তী নিবন্ধলিওইজমের সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা ১৪ অক্টোবর