গাউসুল আযম আল্লামা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর প্রপৌত্র শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৫ তম উরস শরিফ আগামী ১১ অক্টোবর মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের ব্যবস্থাপনায় আট দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘বর্তমান বিশ্ব সমাজে মুসলিম উম্মাহর ইন্টিগ্রেশন : প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. আ স ম আনওয়ারউল্লাহ ভূঁইয়া। আলোচক থাকবেন অস্ট্রেলিয়া লিডিং এডুকেশন প্রফেশনাল ইউএনএসডব্লিও গ্লোবাল ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের প্রফেসর হুমায়ুন মুর্শেদ, চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুফতি মাওলানা মুহাম্মদ নূর হোসাইন, চবি সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ কামাল। সভাপতিত্ব করবেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য প্রফেসর এম. মহি উদ্দিন চৌধুরী। সেমিনারে আগ্রহীদের অংশগ্রহণের জন্য এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক ও ওয়াই এম ডি জাফর অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।