জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত হার। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সে ম্যাচে ৩১ রানে জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখলো ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৫৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন চার্লস। এছাড়া পাওয়েল ২৮, আকিল হোসেন ২৩, লুইস ১৫ এবং মায়ার্স করেন ১৩ রান। জিম্বাবুয়ের পক্ষে ৩টি উইকেট নেন সিকান্দার রাজা। জবাবে ১৮.২ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন জংবি।

এছাড়া মাদবিরি ২৭, রায়ান বার্ল ১৭, সিকান্দার রাজা, ১৪ এবং চাকাবা করেন ১৩ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪টি উইকেট নেন আলজারি জোসেপ। তিনটি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের ফলে গ্রুপ ‘বি’তে চার দলেরই সমান ২ পয়েন্ট করে ।

শেষ ম্যাচে যে দু’দল জিতবে তারাই উঠবে সুপার টুয়েলভে। শেষ ম্যাচে আয়ারল্যান্ড মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং স্কটল্যান্ড মোকাবেলা করবে জিম্বাবুয়ের।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে শিমুল স্মৃতি ফুটবলে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসাকিবদের সক্ষমতায় কোনো সমস্যা দেখেন না মাশরাফি