জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের নেতৃত্বে থাকার সময়ই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। পরে অবশ্য নেতৃত্ব ছেড়ে দেন তিনি। উইলিয়ামসনের মতো জিম্বাবুয়েতে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন মাইকেল ব্রেসওয়েলও। উইলিয়ামসন ও ব্রেসওয়েলের এই সফরে না থাকার পেছনে এটির বড় প্রভাব আছে বলে জানিয়েছেন নতুন কোচ রব ওয়াল্টার। জিম্বাবুয়ে সফরে কিউইদের দুটি টেস্ট ম্যাচই বুলাওয়ায়োতে। প্রথমটি শুরু ৩০ জুলাই, পরেরটি ৮ অগাস্ট। এর আগে ১৬ জুলাই শুরু দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ। যে আসরটি পুরোটাই হবে হারারেতে। সেটির দল ঘোষণা করা হয়েছে আগেই। নিউজিল্যান্ড টেস্ট দল : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোক, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার, ন্যাথান স্মিথ, উইল ইয়াং।