জিমন্যাস্টিকসের টিম অল-রাউন্ড ইভেন্ট চীনকে পেছনে ফেলে স্বর্ণ জিতল জাপান

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

জিমন্যাস্টিকসের টিম অলরাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতেছে জাপানের ছেলেরা। এই লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর অভাবনীয় আখ্যান রচনা করে প্যারিস অলিম্পিকসের জিমন্যাস্টিকসের টিম অলরাউন্ড সোনা জয় করে নিয়েছে জাপান। ফাইনালে তারা হারিয়েছে চিনকে। অথচ লড়াইয়ের মাঝপথে পঞ্চম স্থানে ছিল জাপান। হাশিমোতো স্বয়ং বড় ভুল করে দলকে পিছিয়ে দিয়েছিলেন। চীনের সোনা জয়কে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু সেখান থেকেই প্রায় অসম্ভবকে সম্ভব করে ছেড়েছে জাপান। নিজেকে ফিরে পেয়ে সেখানে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন হাশিমোতো। অথচ ইনজুরির কারনে দেশের অনেক বড় টুর্নামেন্ট খেলতে পারেননি। ইনজুরি সেরে ওঠার আগেই দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন তিনি। তখনও আঙুলের অবস্থা ভালো নয়। এক সময় অলিম্পিকে অংশগ্রহণ অনিশ্চিত মনে হচ্ছিল তার নিজের কাছেই। কোয়ালিফাইং রাউন্ডে হাই বারএ ল্যান্ডিংয়ে বড় ধরনোর তালগোল পাকিয়ে ফেলেন তিনি। ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছিলেন । দলের বোঝা হয়ে উঠেছিলাম আমি । সেটিকে খুব ভারী মনে হচ্ছিল। সতীর্থদের দারুণ পারফরম্যান্সের সৌজন্যে তবু চীনের পেছনে থেকে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে জাপান। ওই সময়টায় ভঙ্গুর মানসিকতা সামলে উঠতে সতীর্থদের কাছ থেকে দারুণ সহায়তা পেয়েছেন হাশিমোতো। গত সোমবার ফাইনালের দিন আবার চড়াইউতরাইয়ের ভেতর দিয়ে যেতে হয় তাকে। আবার তাকে উজ্জীবিত করেন সতীর্থরা। পোমেল হর্স থেকে পড়ে যান হাশিমোতো। গ্যালারি থেকে দর্শকদের একসঙ্গে দীর্ঘশ্বাসের গভীর শব্দ ভেসে আসে তার হতাশাময় মুহূর্তটির প্রতিধ্বনি হয়ে। লড়াই শেষ হতে যখন কেবল আর ছয় ধাপ বাকি, হাশিমোতোর বারংবার ভুলে জাপান তখন চীনের চেয়ে তিন পয়েন্ট পেছনে। এমন বড় ব্যবধান ঘুচিয়ে দেওয়ার উপায় ছিল কেবল একটিই। পরের সময়টায় জাপানের নিখুঁত পারফরম্যান্স আর চীনের বড় কোনো ভুল। শেষ পর্যন্ত সেটাই হলো। দলের স্কোর তখন ২৫৯.৫৯৪, চীনের তা প্রায় নাগালের বাইরে। জাপানকে ছুঁতে হলে চীনের শেষ প্রতিযোগীকে তখন ১৫.২৬৫ স্কোর করতে হতো। যা প্রায় অসম্ভব। চীনের জিমন্যাস্ট চেষ্টা করেও পারলেন না। মাত্র ০.৫৩২ পয়েন্টে এগিয়ে থেকে সোনা জয়ের অসাধারণ গল্প লিখল জাপান।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকাকে প্রথম স্বর্ণ উপহার দিলেন সাঁতারু টাজানা স্মিথ
পরবর্তী নিবন্ধকে এম স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি গঠন