ফটিকছড়িতে জিপ গাড়িতে করে বৈদ্যুতিক খুঁটি নেওয়ার সময় ধাক্কায় উর্মি আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাইন্দং রহমতুল্লাহ শাহ (র) মাজারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিশু উর্মি ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেকান্দরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি তার মায়ের সাথে রহমতুল্লাহ শাহ (র) মাজারে যায়। সেখানে মাজারের সামনে জিপ গাড়িতে করে বৈদ্যুতিক খুঁটি বহন করে নেওয়ার সময় সজোরে ধাক্কায় শিশু উর্মির মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. ফখরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এডিএম কোর্টের অনুমতি ক্রমে স্বজনের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করে হয়েছে।