হাটহাজারীতে ছিনতাই হওয়া সিএনজি টেঙি আধুনিক প্রযুক্তি জিপিএস ট্র্যাকিং করে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকার ৫নং ওয়ার্ডস্থ কামাল পাড়া এলাকা থেকে ওই সিএনজি টেঙিটি উদ্ধার করা হয়।
ভিকটিম সিএনজি টেঙি চালক জাহাঙ্গীর ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত চারটার দিকে নগরীর অঙিজেন থেকে ছেড়ে সিএনজি টেঙিটি (চট্টগ্রাম থ ১৪–৭০৯৮) কাটিরহাটের দিকে যাওয়ার সময় উপজেলায় ধলই ইউনিয়নস্থ কালিবাড়ি সংলগ্ন এলাকার চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের পশ্চিমের মেখল ঘোনা এলাকার চালক জাহাঙ্গীর গাড়ির সমস্যা সমাধান করে পুনরায় চালু করে। এসময় পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী দল তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার সাথে থাকা টাকাসহ গাড়িটি নিয়ে যায়। পরে এ ঘটনা গাড়ির মালিককে জানালে তিনি আগে থেকে গাড়িতে সেট করা জিপিএস অন করে সকাল সাতটার দিকে দেখতে পান ছিনতাই হওয়া গাড়িটি পৌরসভার কামালপাড়ার খানসামা মসজিদ সংলগ্ন এলাকায় আছে। পরে তিনি চালক জাহাঙ্গীরসহ উল্লেখিত স্থানে গিয়ে এক ছিনতাইকারী আটক ও গাড়িটি উদ্ধার করেন। হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক ছিনতাইকারী মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুহুরীহাট এলাকার আবেদ আলী সওদাগর বাড়ির মো. রফিকের ছেলে সাইমন (২৬)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার উপ–পরিদর্শক শাহজাহান বলেন, উদ্ধার করা গাড়িটি কাগজপত্র যাচাই বাছাই করে মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। এবং এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মাহমুদ হোসেন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।