জিপিএইচ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

৯ম জিপিএইচ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী গত ১১ মার্চ ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সমাপনী পর্বে আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম, সহ বিজিসিসি ও জিপিএইচ ইস্পাতের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টে ২০০ জন দেশিবিদেশি গলফার অংশগ্রহণ করেন। এতে চ্যাম্পিয়ন হয়েছেন প্রফেসর নীলাদ্রী দে, রানার আপ হয়েছেন লেফটেনেন্ট কর্নেল মুজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ শুরু কাল