জিপিএইচ ইস্পাত লিমিটেডে বিশেষ সাধারণ সভা

| সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১২:০৬ অপরাহ্ণ

জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা গতকাল রোববার বিকাল সাড়ে তিনটায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। এজেন্ডা অনুযায়ী ০১ (রাইট): ০৩ অর্থাৎ, ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ১৫ টাকা ইস্যু মূল্যে (৫ টাকা প্রিমিয়াম সহ) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এঙচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ইস্যু করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১.৯৪ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হবে এবং এর মাধ্যমে কোম্পানির সমপ্রসারণ প্ল্যান্টে একটি নতুন ফার্নেস স্থাপন করা হবে।

সভায় রাইট শেয়ার ইস্যুর প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য রাখেন গ্রুপ চেয়ারম্যান এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শেয়ারহোল্ডারবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। সভায় আর উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালকদ্বয় শফিউল আলম খান চৌধুরী এবং মুখতার আহমদ।

সভায় আলোচ্য বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন নির্বাহী পরিচালক (ফাইন্যান্স এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এবং সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও এইচ. এম. আশরাফউজজামান, গ্রুপ সিএফও, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার অরুপ চৌধুরী, পার্টনার আহমেদ জাকের এন্ড কোং, চার্টার্ড একাউনটেন্টস এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েল কোম্পানি এমপ্লয়িজ আরবান কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা মডেল মসজিদের স্থান পরিদর্শনে ধর্ম উপদেষ্টা