জিনিয়াস মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

 

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব গতকাল আনোয়ারা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী ও আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্রের সভাপতিত্বে ও সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিনিয়াস প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সরোজ আহমেদ। বক্তব্য রাখেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, সহসভাপতি ইমরান বিন ইসলাম, সাধারণ সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী, মো. জামাল উদ্দিন, মিয়া এমএ করিম প্রমুখ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ডিআইএম জাহাঙ্গীর আলম, কেএম এরশাদ হোসাইন, রূপন কান্তি শীল, সনজীব মজুমদার, মৃণাল কান্তি দে, সুজয় পাল, মীর জুবেদ, রাজিব শর্ম্মা, রুপন দত্ত, বিলকিস আক্তার, হাসান জাহাঙ্গীর ও তানজিম আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশত্রুর মুখে ছাই ঢেলে পদ্মা সেতু : শেখ হাসিনার ঐতিহাসিক সাফল্য
পরবর্তী নিবন্ধডা. আবদুস সালাম