চট্টগ্রাম মহানগর ইউনিটের জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ও শিশু উৎসব আগামী ২৪ মে বিকাল ৩টায় নগরীর ষোলশহর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুুষ্ঠানে কেজি থেকে অষ্টম শ্রেণির ৩৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষিকাদের উপস্থিত থাকার জন্য জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।