হোয়াইট হাউসের পথে আবারও ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের ফলে টেসলার প্রধান নির্বাহী ও এঙের মালিক ইলন মাস্ক সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। এবারের নির্বাচনে ট্রাম্পকে খোলাখুলিভাবে ট্রাম্পকে সমর্থন করেছেন এবং তার পক্ষে প্রচার চালিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী। ধারণা করা হচ্ছে–ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। গতকাল ফ্লোরিডায় দেওয়া ভাষণে ট্রাম্প তার বক্তৃতার একটি অংশ ইলন মাস্ককে উৎসর্গ করেন, যেখানে ট্রাম্প তাকে ‘একটি অসাধারণ ব্যক্তি’ এবং রিপাবলিক দলেল ‘স্টার’ বা তারকা হিসেবে বর্ণনা করেন। একইসঙ্গে ভাষণে একটি গল্প শোনান যে কীভাবে একবার স্পেসএঙ রকেটের একটি ভিডিও দেখার সময় একজন বিলিওনিয়ারকে ৪০ মিনিট ধরে হোল্ডে রেখে ছিলেন তিনি। তাকে ‘অদ্ভুত’ একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। ইলন মাস্ককে একটি ‘কমিশনের’ দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প–এমনটি জানিয়েছেন ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের সিনিয়র উপদেষ্টা ব্রায়ান হিউজ। এনবিসি নিউজ জানিয়েছে, সরকারকে আরও বেশি দক্ষ করে গড়ে তোলা এবং করদাতাদের প্রতিটি ডলার যাতে ভালোভাবে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করা এই কমিশনের কাজ হবে। ব্রায়ান জানান, ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে মার্কিন ফেডারেল সরকারের দক্ষতা বাড়াতে ইলন মাস্ক সহায়তা করতে পারেন।
করপোরেট কর ও ধনীদের ওপর আরোপ করা কর কমাতে ট্রাম্প অনেক দিন ধরেই সরব। নিজের প্রথম মেয়াদে তিনি করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশে নামিয়েছিলেন। এর পর থেকে তিনি কর হ্রাস সম্প্রসারণের জন্য তাঁর ইচ্ছার কথা প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে কর হ্রাসের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ইলন মাস্ককে সুবিধা দিতে পারে। এছাড়া মাস্কের কোম্পানিগুলোকে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে কম নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মুখোমুখী হতে হবে বলে মনে করা হচ্ছে।