দুই ইনিংস মিলিয়ে স্বাগতিক শ্রীলংকার লিড ৪৩৭ রান। বাংলাদেশ এ পর্যন্ত ৫ উইকেটে ১৭৭ রান করেছে। তাদের আরো ২৬০ রান করতে হবে জিততে হলে। প্রশ্ন হলো চতুর্থ ইনিংসে এতো রান করে ম্যাচ জিততে পারবে বাংলাদেশ? জিততে হলে ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ তাড়া করে জয়ের রেকর্ডটি ৪১৮ রানের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কৃতিত্ব গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র চারটি। বাকি তিনটি হলো- ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪১৪, ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ৪০৬ এবং ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪০৪। ২০০৯ সালে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এটাই চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। অবশ্য চতুর্থ ইনিংসে চারশর বেশি রান করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০০৮ সালে ঢাকায় এই শ্রীলংকার বিপক্ষেই চতুর্থ ইনিংসে ৪১৩ রান করেছিল টাইগাররা। তবুও হারতে হয়েছিল বাংলাদেশকে।