ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি। দুই ফরম্যাটেই আফগানিস্তান বেশ ভাল দল। তাছাড়া সাম্প্রতিক সমায়ে এই দুই ফরম্যাটে তাদের পারফরম্যান্সও বেশ ভাল। তাই বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নামার আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে আফগানরা। আর সেটা পরিষ্কার জানিয়েও দিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমত উল্লাহ শহিদী। আত্মবিশ্বাসী কণ্ঠে আফগান অধিনায়ক জানালেন আমরা এখানে ক্রিকেট খেলতে ও জিততে এসেছি। ওয়ানডেতে আফগানিস্তান যে ভালো দল এবং গত দুই বছরের পারফরম্যান্স দারুণ, সেটিও মনে করিয়ে দিলেন তিনি। যদিও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশ আছে ৭ নম্বরে। আর আফগানিস্তানের অবস্থান ৯। রেটিং পয়েন্টেও বাংলাদেশ এগিয়ে অনেকটাই । ব্যবধান ১৬ পয়েন্টের। দুই দলের সবশেষ ৫ ওয়ানডে লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৪টিতেই। গত বছর এই চট্টগ্রামেই দুই দলের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে ২–১ ব্যবধানে। সেই চট্টগ্রামেই আবার তিন ম্যাচের সিরিজ খেলবে দুই দল । সে হিসেবে নিশ্চয়ই বাংলাদেশ ফেভারিট। তবে সে তর্কে যেতে চাইলেননা আফগান অধিনায়ক।
তিনি বলেন আমরাও তো এখানে খেলতে ও জিততেই এসেছি। এই সিরিজটাতো শুধু বাংলাদেশের নয়। অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে। গত দুই বছরে আমরাও ভালো করেছি। ২০২১ সালের শুরু থেকে ১৮ ওয়ানডে খেলে ১২টি জিতেছি আমরা। গত ৭ মাসের মধ্যে আমরা শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কানদের বিপক্ষে জিতেছি দুটি ওয়ানডেতে। যদিও কদিন আগে মিরপুর টেস্টে অবশ্য রেকর্ড ব্যবধানে হেরেছি বাংলাদেশের বিপক্ষে। তবে শাহিদি বলেন, টেস্ট আর ওয়ানডেতে আফগানিস্তানের বাস্তবতা এক নয়। টেস্ট ক্রিকেট ভিন্ন ছিল। ওই ম্যাচের আগে আড়াই বছর ধরে আমরা টেস্ট খেলিনি। এছাড়া আমাদের বেশ কয়েকজন মূল ক্রিকেটার ইনজুরিতে ছিল। রশিদ খান ছিল না। ফজল হক ফারুকি ছিল না। আজমত উল্লাহ ওমারজাই কুঁচকির ইনজুরিতে ছিলেন। ওয়ানডেতে আমরা সাবাইকে পাচ্ছি। আর ওয়ানডে আমরা অনেক দিন ধরেই খেলছি। বিশেষ করে গত দুই বছর অনেক ভালো খেলছি। আমরা দলটা গড়ে তুলেছি এবং কাজ এখনও চলছে। প্রতিটি ম্যাচ ধরে আমরা উন্নতি করছি। ওয়ানডে তাই আমরা ভালো দল। আশা করছি এই সিরিজেও আমরা ভাল করব। আর সে লক্ষেই মাঠে নামার জন্য প্রস্তুত আমরা।