জিকে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড, মা খালাস

২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের পাঁচ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে।স গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। খবর বাংলানিউজের। কারাদণ্ডের পাশাপাশি জিকে শামীমকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এছাড়া জিকে শামীমের ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জিকে শামীমের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধনাসিমের ছেলে তমালের যুক্তরাষ্ট্রে ১২ ফ্ল্যাট, ২ বহুতল ভবন : দুদক
পরবর্তী নিবন্ধমার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়