জিই‌সিতে ছাত্রলী‌গের মি‌ছিল, ‌গ্রেফতার আব্দুল্লাহ রিমা‌ন্ডে

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জিই‌সির মোড় এলাকায় বি‌ভিন্ন স্লোগা‌নে দি‌য়ে মি‌ছিল করার অ‌ভি‌যো‌গে সন্ত্রাসবি‌রোধী আই‌নে নি‌ষিদ্ধ ঘো‌ষিত ছাত্রলী‌গের সদ‌স্যের বিরু‌দ্ধে হ‌ওয়া মামলায় আব্দুল্লাহ আল মামুন (৪১) না‌মে একজ‌নের বিরু‌দ্ধে ১ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছে আদালত।

বৃহস্প‌তিবার (১০ এ‌প্রিল) বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই মো: জাকির হোসেন।

তি‌নি ব‌লেন, রিমান্ড শে‌ষে তা‌কে পুনরায় আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এই মামলায় এজহারনামীয় ১১ জন আসামি এবং অজ্ঞাতনামা র‌য়ে‌ছে আ‌রো অ‌নে‌কে। এ পর্যন্ত এজাহারনামীয় ৬ জন‌কে গ্রেফতার করা হয়। সম্পৃক্ততা র‌য়ে‌ছে এমন ৩২ জ‌নের ম‌ধ্যে ২৫ জ‌নের আটক। সম্পৃক্ততার অ‌ভি‌যোগে আবদুল্লাহ আল মামুন‌কে আটক পরবর্তী রিমান্ডে নেওয়া হয়।

গ্রেফতা‌রের পর তাকে আদালতে সোপর্দ করে রাষ্ট্রপক্ষ থে‌কে তার বিরু‌দ্ধে ৫ দি‌নের রিমান্ড চাওয়া হ‌য়। একই সা‌থে আসামীপক্ষ থে‌কে রিমান্ড না মঞ্জুর করার আ‌বেদন করা হয়। উভ‌য় প‌ক্ষের দীর্ঘ শুনানী শে‌ষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প‌রে আসামীপ‌ক্ষের জা‌মিন আ‌বেদন না মঞ্জুর ক‌রে জেল হাজ‌তে প্রের‌ণের নি‌র্দেশ দেন।

আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঠানদন্ডী গ্রামের মো: কাশেম সওদাগরের ছে‌লে। তি‌নি দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রভাবশালী নেতা তহিদুল আলমের ছোট ভাই ব‌লে জানা গে‌ছে।

পু‌লিশ সূ‌ত্রে আ‌রো যানা যায়, রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে গত ৩১ জানুয়ারী খুলশী থানায় দায়কৃত মামলায় আব্দুল্লাহ আল মামুন নামে ঐ ব‌্যক্তি‌কে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যাত্রী বেশে সিএনজিতে উঠে গাড়ি ছিনতাই, গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে খুন