জাহেদ মালেক ও পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরেক সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও তার পরিবারের ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য অবরুদ্ধ করার নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটবিএফআইইউ। গতকাল সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক চিঠিতে এই নির্দেশ দেয় সংস্থাটি। জাহেদ মালেক ছাড়াও তার ছেলে রাহাত মালেক ও মেয়ে সিনথিয়া মালেকের ব্যাংক হিসাবেও লেনদেন করা যাবে না। খবর বিডিনিউজের।

এদের ছেলে মেয়ে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের সব তথ্যও আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে অনুরোধ করা হয়।রাজনীতিতে আসার আগে ব্যবসাও করেছেন জাহিদ মালেক। পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি থাইফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ছাড়াও রাহাত রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড ও বিডি সানলাইফ ব্রোকারেজ হাউজ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তবে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিয়েছে পরিবারটি।

পূর্ববর্তী নিবন্ধপরিস্থিতি উত্তরণে ফের সহযোগিতার আশ্বাস জাতিসংঘের
পরবর্তী নিবন্ধইপিজেডে ছাত্র-জনতার বৃক্ষরোপণ কর্মসূচি