ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের ফতেপুরস্থ জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাবে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর। জাফতনগর ইউনিয়নস্থ কিশোর কিশোরী ক্লাবে এই সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান। বিকাশ কান্তি রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সভাপতি জাফতনগর ইউপি মহিলা সদস্য ইয়াছমিন আকতার, লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দিন, শিক্ষক সনেট শর্মা, ইউপি সদস্য মো. নাসির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।