দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওর্য়াডের শেখ হাজী আব্দুল আলী মালুম বাড়ি নিবাসী মরহুম এস্কান্দারের সহধর্মিণী জাহানারা বেগম (৬৫) গত বুধবার রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, এক কন্যা ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে মৌলভী নাদের আলী শাহ ওরশ কমিটির মোতোয়াল্লী মহসিন মুরাদ, মো. তাজদিদ, মো. রায়হান মুরাদ, মো. মাহির প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।