জাহাজভাঙা শ্রমিকদের বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন

| শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত হাফিজ জুট মিল গেটে গত বৃহস্পতিবার সকাল ১০টায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফোরামের আহ্বায়ক শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আলী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইদ্রিছ, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন এবং বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের শ্রমিক নেতা মাহবুব ভান্ডারী।

নেতৃবৃন্দ বলেন, জাহাজভাঙা শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি আজও বাস্তবায়িত হয়নি। ইতোমধ্যে ছয় বছর পার হয়ে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী নতুন মজুরি বোর্ড গঠন করা সময়ের দাবি। তারা অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান।

সমাবেশে বাংলাদেশ শ্রম বিধিমালার ১১১() বিধির আলোকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা এবং মে মাসের পূর্ণ বেতন ৩১ মে’র মধ্যে পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার এওচিয়ায় মহোৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠান