জাহাজ থেকে নামতে গিয়ে পা পিছলে সুপারভাইজার নিখোঁজ

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ২:৪৬ অপরাহ্ণ

কাজ শেষ করে জাহাজ থেকে নামার সময় পা পিছলে আনোয়ার আজম (৪০) নামে জাহাজের এক সুপারভাইজার সাগরে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজের পর থেকে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌ-পুলিশসহ কোস্টগার্ড।

রবিবার (১৭ আগষ্ট) রাত পৌনে ১১টার দিকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সী-বিচ এলাকায় এমভি.আমস্টেল নামে একটি জাহাজ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি ওই জাহাজটিতে সুপারভাইজার হিসেবে এ কর্মরত ছিলেন তিনি। নিখোঁজের ১৩ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

এই ঘটনায় রবিবার রাতে সিএমপির পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে এখনো পর্যন্ত ওই লোকের সন্ধান মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চালককে কুপিয়ে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা, অভিযানে গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধরাউজানে অস্ত্র ও ধারালো ছোরাসহ যুবক গ্রেপ্তার