জাহাজ ডাকাতিকালে ৯ ডাকাত আটক

| বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত মালয়েশিয়ান বাণিজ্যিক জাহাজে ডাকাতির সময় ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আনোয়ারা উপজেলার খুর্দ্দ গহিরার মো. ইউসুফের পুত্র মো. আব্দুল মালেক (৩৫), মৃত শাহ আলমের পুত্র মো. হোসাইন (৩২), মৃত দুদু মিয়ার পুত্র মো. মোজাম্মেল হক (৪০), মো. শরীফের পুত্র মো. বেলাল (২৬), মো. সোলায়মানের পুত্র মো. হেলাল (২০), মৃত নুরুল ইসলামের পুত্র মো. ইসমাইল (২৬), মৃত আশরাফ আলীর পুত্র মো. জাহাঙ্গীর আলম (৩৬), মো. আব্দুর রহমানের পুত্র মো. আরিফ (২২) এবং মৃত শামসুল আলমের পুত্র মো. শাহাবউদ্দিন (২৭)।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, সকালে নিয়মিত টহল চলাকালীন এম ভি সাতু নামের ওই জাহাজটিকে ডাকাতের কবল থেকে উদ্ধার করা হয়। এ সময় ২টি হোজ পাইপ এবং ডাকাতি কার্যে ব্যবহৃত দুটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদের পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার শফিকুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্ধ করা হলো তিন ইটভাটা