জালিয়াতির কারণে এমফিলে ভর্তি বাতিল রাব্বানীর

অবৈধ হচ্ছে জিএস পদও

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীসহ তিনজনের বিরুদ্ধে এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জালিয়াতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিয়ে তাদের এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। ভর্তি বাতিলের বিষয়টি একাডেমিক কাউন্সিলে পাঠানোরও নির্দেশ দিয়েছে ফোরামটি।

এছাড়া বৈধ ছাত্রত্ব না থাকায় যেহেতু গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না, ফলে তার জিএস পদে নির্বাচিত হওয়ার বিষয়টিও অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত ৪ সেপ্টেম্বর সিন্ডিকেটে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি সামনে আসে। খবর বাংলানিউজের।

২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কারচুপির অনুসন্ধান, জড়িত ‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের শাস্তি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ডাকসুর সদস্য পদ বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও তৎকালী নির্বাচনে ডাকসুর জিএস প্রার্থী রাশেদ খান। স্মারকলিপি আমলে নিয়ে ৫ ফেব্রুয়ারি কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ৪ সেপ্টেম্বর এই কমিটির প্রতিবেদন সিন্ডিকেটের এজেন্ডাভুক্ত করা হয়। সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পাঠ করে শোনানো হয়।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধচবি শিক্ষার্থীদের জন্য বাড়তি শাটল ট্রেন