জালালাবাদে পাহাড় কাটায় ১২ জনের বিরুদ্ধে পরিবেশের মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ থানার জালালাবাদ ওয়ার্ডের জান্নার বাপের খামার এলাকায় অনুমোদনহীনভাবে পাহাড় কাটায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে গত শুক্রবার রাতে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।
সংশ্লিষ্টরা জানান, গত ২ আগস্ট পরিবেশ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনকালে পাহাড় কাটার সত্যতা পায়। তারা মোট ৮০০ ঘনফুট পাহাড় কাটার আলামত পান। কক্সবাজারের মোহাম্মদ আবুল বশরের ছেলে তফসিরুল ইসলাম ও আরো ১১ জন সাবেক পাহাড় হালে টিলা শ্রেণির ভূমি ক্রয় করেন। পরবর্তীতে তারা ঐ জায়গায় বাড়ি করার উপযোগী করার জন্য টিলার প্রায় ৮০০ ঘনফুট মাটি অপসারণ করে। এ সময় পাহাড়ি গাছপালা, লতা-গুল্ম, ঝোপ-ঝাড় পরিষ্কার করে। পাহাড়ের মাটি অপসারণ বা গাছ-পালা, লতা-গুল্ম, ঝোপ-ঝাড় পরিষ্কার জন্য তারা কোনো প্রকার অনুমতি নেয়নি।
এ বিষয়ে গত ৮ আগস্ট তফসিরুল ইসলামসহ বাকিদের জন্য শুনানি অনুষ্ঠিত হয়। এতে তারা পাহাড় কাটার বিষয়টি কথা স্বীকার করে।

পূর্ববর্তী নিবন্ধসংসার চালাতে হিমশিম
পরবর্তী নিবন্ধসেই রেলক্রসিংয়ে এখন ৫ গেটম্যান